
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ইজতেমায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
বুধবার পুলিশ সদর দপ্তরে এক সভায় তিনি জানান, মুসল্লিদের নিরাপদ যাতায়াতের জন্যও ব্যবস্থা নেওয়া হবে।
‘ইজতেমার নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ’সংক্রান্ত সভায় পুলিশ প্রধান আরো বলেন, বিশ্ব ইজতেমা নিরাপদে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ অত্যন্ত আন্তরিক। অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হবে। ইজতেমাস্থলে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ, র্যাব, ব্যাটালিয়ন আনসার ও প্রয়োজনীয় সংখ্যক আর্মড পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
শহীদুল হক বলেন, ইজতেমা মাঠের কৌশলগত পয়েন্টগুলোতে আর্চওয়ে, সিসি ক্যামেরা এবং ওয়াচ টাওয়ার স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। ইজতেমাস্থলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশনেরও সুব্যবস্থা করা হবে।
আগামী ১৩-১৫ ও ২০-২২ জানুয়ারি দুই পর্বে টঙ্গীতে ইজতেমা হওয়ার কথা রয়েছে।