ইতালিকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে এক পা দিয়ে রাখল স্পেন

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বে শনিবার রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় ইতালি ও স্পেন। এই ম্যাচের জয়ের উপর নির্ভর করছিল রাশিয়া বিশ্বকাপের টিকিট পাওয়ার বিষয়টি। অবশেষে স্পেন ঘরের মাঠে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে এক পা দিয়ে রাখল স্পেন। রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে জোড়া গোল করেছেন রিয়াল তারকা ইসকো। স্পেনের হয়ে অপর গোলটি করেছেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন খেলোয়াড় আলভারো মোরাতা।

শনিবার ম্যাচের ১৩ মিনিটে ফ্রি কিক পায় স্পেন। ইতালির ডি বক্সের সামনে পাওয়া ফ্রি কিক নেন ইসকো। ইসকোর নেওয়া শট ইতালির খেলোয়াড়দের তৈরি মানব দেয়ালের উপর দিয়ে জিয়ানলুইজি বুফনের বিশ্বস্ত গ্লাভস ফাঁকি দিয়ে জালে আশ্রয় নেয়। উল্লাসে মেতে ওঠে গোটা স্টেডিয়াম।

৪০ মিনিটে স্পেনের সমর্থকদের আরো একবার উল্লাসে মাতান ইসকো। এ সময় ইতালির ডি বক্সের বামপ্রান্ত থেকে ডি বক্সের সামনে থাকা ইসকোকে বল বাড়িয়ে দেন আন্দ্রেস ইনিয়েস্তা। ইসকো ইতালির দুজন খেলোয়াড়কে কাটিয়ে গ্যাপ তৈরি করে শট নেন। বুফন ঝাপিয়ে পড়েও রুখতে পারেননি। গোলপোস্টের ডানপাশ দিয়ে মাটি কামড়ে বল জালে আশ্রয় নেয়। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিশ্রামে যায় স্পেন।

বিরতির পর ৭৭ মিনিটে গোলের দেখা পান রিয়াল মাদ্রিদের প্রাক্তন তারকা আলভারো মোরাতা। এ সময় মাঝমাঠের একটু সামনে থেকে বল পেয়ে যান সার্জিও রামোস। বল নিয়ে ডানপ্রান্ত দিয়ে দ্রুত ছুটে যান। এ সময় ইতালির খেলোয়াড়দের সঙ্গে ডিবক্সের মধ্যে চলে যান মোরাতা। রামোস তাকে উদ্দেশ্য করে দ্রুত পাস দেন। মোরাতা গোলপোস্টের বামপ্রান্ত দিয়ে কেবল পা লাগিয়ে বল জালে পাঠান। গোলপোস্টের ডানপ্রান্তে থাকা বুফনের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। বাকি সময় অবশ্য আর কোনো গোল হয়নি। ফলে ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন।

এ জয়ের ফলে ৭ ম্যাচের ৬টিতে জিতে ও ১টিতে ড্র করে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে স্পেন। পাশাপাশি রাশিয়া বিশ্বকাপের টিকিটও এক প্রকার নিশ্চিত করে ফেলেছে তারা। গ্রুপপর্বে ইতালি ও স্পেনের আর তিনটি করে ম্যাচ বাকি রয়েছে। সমান ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি।