
আন্তর্জাতিক ডেস্ক : তুষার ঝড়ে ইতালির একটি পার্বত্য হোটেলে আটকে পড়া অতিথিদের মধ্যে থেকে অন্তত ছয় জনকে উদ্ধার করা হয়েছে। বরফ থেকে অন্যদের উদ্ধারের চেষ্টা চলছে বলে দমকল বাহিনীর মুখপাত্র লুকা ক্যারি শুক্রবার জানান।
ঘটনাস্থল থেকে টেলিফোনে মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘এই ছয়জন বেঁচে আছেন। তাদের সঙ্গে আমরা কথাও বলেছি।’
বুধবার বিকেলে তুষার ঝড়ের কবলে পড়ে মধ্য ইতালির হোটেলটি প্রায় ধ্বংস হয়ে যায়। এ পর্যন্ত দুইটি লাশ উদ্ধার করা হয়েছে। ইতালির প্রচারমাধ্যম জানায়, দুইটি লাশের অবস্থান চিহ্নিত করা হয়েছে।