ইতালির মধ্যাঞ্চলে দুবার ভূমিকম্প হয়েছে; নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক :
ইতালির মধ্যাঞ্চলে দুবার ভূমিকম্প হয়েছে। এতে নিহত হয়েছেন একজন।

মাসেরাতা প্রদেশের পাশে ভিসোতে স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ৫ দশমিক ৫ মাত্রার প্রথম ভূমিকম্প হয়। এর দুই ঘণ্টা পর একই এলাকায় ৬ দশমিক ১ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প হয়।

এতে ঘরবাড়ি বিধ্বস্ত হয়। লোকজন রাস্তায় নেমে আসতে বাধ্য হয়। এই দুই ভূমিকম্পে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রায় দুই মাস আগে একই অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পে মারা যায় ২৯৮ জন।

২৪ আগস্ট ইতালির মধ্যাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। এতে আমাতরিস ও এর আশপাশের পাহাড়ি অঞ্চলের গ্রামগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঘরবাড়ি গুঁড়িয়ে যায়। মারা যায় প্রায় ৩০০ মানুষ।

বুধবার ভিসোতে ভূমিকম্প হয়েছে, যা আমাতরিস থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে। আতঙ্কিত লোকজন বাড়ি ছেড়ে রাস্তায় ও আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

বুধবার রাজধানী রোমসহ ইতালির মধ্যাঞ্চল ভূমিকম্পে কেঁপে ওঠে। ভূকম্পনে রোমে বাড়িঘরের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়।

ইতালির বেসামরিক নিরাপত্তা প্রধান ফ্যাবরিজিও কারসিও জানিয়েছেন, বেশ কিছুসংখ্যক লোক আহত হয়েছেন। তবে তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছেন।
তথ্যসূত্র : বিবিসি ও আলজাজিরা অনলাইন।