‘ইন্টারনেটের দাম কমাছে’

সচিবালয় প্রতিবেদক : ইন্টারনেটের দাম কমানো হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম।

বুধবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তারানা হালিম বলেন, আগামী দু-একদিনের মধ্যে এ বিষয়ে অর্থমন্ত্রীকে চিঠি দেব। যেভাবেই হোক ইন্টারনেটের দাম কমানো হবে। তবে এর ফল পেতে ছয় মাস সময় লাগবে বলে জানান তিনি।