বিনোদন ডেস্ক : তিনি বলিউড বাদশা, তাই তাকে নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। সিনেমার পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ প্রচুর। বলছি, বলিউড কিং শাহরুখ খানের কথা।
সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত হয়েছে শাহরুখ খানের পুরো পরিবারের একটি ছবি। প্রথমবারের মতো প্রিয় তারকার পুরো পরিবারকে একফ্রেমে পেয়ে ভক্তদের উচ্ছ্বাসের শেষ নেই। ফলাফল মুহূর্তের মধ্যেই ছবিটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।
খুব শিগগিরই প্রকাশিত হবে শাহরুখ খান অভিনীত রইস সিনেমার ট্রেইলার। এ নিয়ে কয়েকদিন ধরেই সরগরম ভার্চুয়াল জগত। কিন্তু ছবিটি প্রকাশের পর তা অনেকটাই ঢাকা পরে গেছে। সব আলোচনা এখন চলছে এই ছবিকে ঘিরে। এর আগে শাহরুখ, গৌরি, আরিয়ান এবং সুহানাকে একফ্রেমে দেখা গেছে। কিন্তু এবারই প্রথম আবরামকে কোনো পারিবারিক ছবিতে দেখা গেল।
শাহরুখ এখন ব্যস্ত দ্য রিং সিনেমার শুটিং নিয়ে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ডিয়ার জিন্দেগি সিনেমাটি। এছাড়া রইস সিনেমাটি আগামী জানুয়ারিতে মুক্তি পাবে।