নিজস্ব প্রতিবেদক, সিলেট : বগুড়ায় চার ইন্টার্ন চিকিৎসককে শাস্তির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেটেও কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল, নর্থইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্নরা এ কর্মবিরতি পালন করছেন।
শনিবার সকাল থেকে তাদের কর্মবিরতির কারণে দুর্ভোগ আর ভোগান্তি পোহাচ্ছেন অসুস্থ মানুষজন।
কর্মবিরতির অংশ হিসেবে আজ দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মুশফিকুজ্জামান আকন্দ বলেন, বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চার ইন্টার্ন চিকিৎসকের শাস্তি প্রত্যাহার এবং ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা প্রদানের দাবিতে কর্মবিরতি চলছে।