ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, রংপুর : বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে চার ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিবাদে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্নরা।

শনিবার সকাল থেকে মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন ও সমাবেশ করে তারা কর্মবিরতি শুরু করেন। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে কর্মবিরতির ফলে রোগীরা পড়েছেন ভোগান্তিতে।

শনিবার মেডিক্যাল কলেজে হাসপাতালের সামনে ১১টা থেকে ১২টা পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন করেন। এরপর সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহফুজুল হক রাকিব, সাধারণ সম্পাদক আহমেদুল বারী বাঁধন, ডা. সুলতান আরেফিন, ডা. শাহনাজ নাজনীন, ডা. রাশেদ মিজান রবি, ডা. শাহানা শোভা প্রমুখ।

বক্তারা বলেন, আমরা সবসময় মানবসেবায় নিয়োজিত থাকি। দিনরাত মানুষের সেবা করে যাচ্ছি। কিন্তু বগুড়ায় আমাদের সহকর্মীদের ওপর হামলা চালিয়ে আবার তাদেরকেই শাস্তি দেওয়া হয়েছে। এটা মেনে নেওয়া সম্ভব নয়। তাই আমরা প্রাথমিকভাবে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে কর্মবিরতি শুরু করেছি। এরপরও যদি ৪ ইন্টার্নদের স্থগিত আদেশ প্রত্যাহার করা না হয় তবে বৃহত্তর আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

এদিকে হঠাৎ করে পূর্ব ঘোষণা ছাড়াই কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। ১ হাজার শয্যা হাসপাতালের প্রতিদিন ২ হাজারের বেশি রোগী থাকে। এতো রোগী সামাল দিতে ইন্টার্ন চিকিৎসকদের হিমশিম খেতে হয়।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা. অজয় কর জানান, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ফলে তেমন সমস্যা হবে না। কারণ চিকিৎসকদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে।