আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র বালিতে ভূমিধসে ১২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃস্পতিবার রাত ১১টার দিকে কিনতামানি এলাকার কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র সুতপো নুগরোহো জানিয়েছেন, প্রবল বৃষ্টিপাতের কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে সাত বছরের এক মেয়ে ও এক বছরের ছেলে শিশুসহ তাদের মা রয়েছে। এরা সবাই সোংগান গ্রামের বাসিন্দা। গ্রামটিতে পাঁচটি বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। রেডক্রসের কর্মী, সেনাবাহিনী ও পুলিশ নিখোঁজদের সন্ধানে কাজ করছে।
সুতপো জানান, বৃহস্পতিবার বালিতে ১৪৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে আরো ভূমিধস ও বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
বর্ষা মৌসুমে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে। তবে বালিতে এ ধরণের ঘটনা বিরল বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ায় বিবিসির সাংবাদিক রেবেকা হেনসেক