মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:সুদূর ইন্দোনেশিয়া থেকে আমদানীকৃত ট্রেনের নতুন লাল সবুজ যাত্রীবাহী কোচ (বগি) ১০টি ব্রডগেজ কোচের চালান দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে এসে পৌছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে এসে বগিগুলি পৌঁচেছে। পরে রাত ৮টায় সেগুলো যাত্রীবাহী ট্রেনের সংগে সংযুক্তির উপযোগী করার উদ্দশ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। যাত্রীবাহী কোচগুলো বিভিন্ন রেলরুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনে সংযুক্ত করা হবে।
জানা যায়, ১০টি কোচের মধ্যে ১টি এসি বার্থ, ৩টি এসি চেয়ার, ৬টি শোভন শ্রেণীর চেয়ার কোচ ছাড়াও ১টি পাওয়ারকার রয়েছে। এ ব্যাপারে পাকশীর বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) শওকত জামিল সাংবাদিকদের বলেন, ঢাকাসহ রেলের পশ্চিমজোনে ৩০টি ব্রডগেজ আন্তঃনগর ট্রেন চলাচল করে। ইন্দোনেশিয়া থেকে আমদানীকরা যাত্রীবাহী কোচগুলো এসব আন্তঃনগর ট্রেনে সংযুক্ত করা হবে। নতুন আমদানিকৃত এসব বগি রেল যাত্রাপথে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় জনসাধারণ।