কুষ্টিয়া প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠিত হলো কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানান কর্মসূচী। প্রাণের ছোঁয়ায় জেগে উঠলো বিশ্ববিদ্যালয়ের আঙিনা।
আজ মঙ্গলবার সকাল ১০টায় ক্যাম্পাসের প্রশাসন ভবন চত্ত্বরে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ আসকারী।
পরে ভিসির নেতৃত্বে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ঢোল-ঢগর, ব্যান্ডপার্টির তালে তালে সামাজিক কৃষ্টি কালচার প্রদর্শন করে শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এতে বিভিন্ন ব্যানারে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়। শোভাযাত্রা শেষে টিএসসি’র বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ আসকারী।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শাহীনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা।
আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।