
নিজস্ব প্রতিবেদক : ইভ টিজারদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্সে আছে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
তিনি বলেন, ‘ইভ টিজিংয়ের কারণে অনেক মেয়েকে বাল্যবিবাহ দিতে বাধ্য হচ্ছে বাবা-মা। তাই ইভ টিজারদের বিরুদ্ধে সরকারের মতো সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ইভ টিজিং প্রতিরোধ দিবস উপলক্ষে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ মানববন্ধনের আয়োজন করে।
চুমকি বলেন, ‘উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে প্রতিটি বিদ্যালয়ে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিগুলোকে সোচ্চার থাকতে হবে। যারা ইভ টিজিংয়ের মতো অপরাধে জড়িত তাদেরকে ধরিয়ে দিতে হবে।’
তিনি বলেন, ‘ইভ টিজারদের বিরুদ্ধে সরকার প্রতিটি বিদ্যালয়ে অভিযোগ বাক্স রাখার সিদ্ধান্ত নিয়েছে। যেখানে প্রতিটি অভিযোগকারী তাদের অভিযোগগুলো চিঠি আকারে বাক্সে জমা রাখবে। সেগুলো আমলে নিয়ে সরকার ইভ টিজার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, আওয়ামী লীগ নেতা এম এ করিম, আসাদুজ্জামান খান দুর্জয় প্রমুখ।