ইমোজিটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইমোজির তালিকার শীর্ষে রয়েছে

প্রযুক্তি ডেস্ক: আনন্দে কান্নার মুখ’ ইমোজিটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইমোজির তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে হার্ট এবং হার্ট আই ইমোজি। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক জরিপে এই তথ্য উঠে এসেছে।

বর্তমান সময়ে একটি পুরো বাক্য লেখার চেয়ে একটি ইমোজি অনেক বেশি অর্থ বহন করে। এমন কী ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে এই ইমোজি সেতুবন্ধনের কাজ করে।

২১২টি দেশ এবং অঞ্চলের ৪০ লাখ স্মার্টফোন ব্যবহারকারীর ৪২৭ মিলিয়ন মেসেজ নিয়ে এই গবেষণা চালানো হয়েছে। আর জরিপে দেখা গেছে, হাসি মুখে চোখে পানি এমন ইমোজিটির ব্যবহার ১৫.৪ শতাংশ। তবে ফ্রান্সে লাভ ইমোজি ব্যবহার সবচেয়ে বেশি জনপ্রিয়।

এছাড়াও এই জরিপে দেখা গেছে, ভিন্ন ভিন্ন সংস্কৃতি ভেদে ইমোজি পছন্দের বিষয়টি ভিন্ন। উচ্চ মাত্রায় ব্যক্তিস্বাতন্ত্র্য দেশ অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং চেক রিপাবলিক এর বেশিরভাগ মানুষ হ্যাপি ইমোজি ব্যবহার করে।

অন্যদিকে মেক্সিকো, চিলি, পেরু এবং কলোম্বিয়ার  মানুষ দুঃখ, রাগ এবং নেগেটিভ অনুভূতির ইমোজি বেশি ব্যবহার করে।