সিরাজগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে বিএনপি নেতা তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে সিরাজগঞ্জে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের প্রশাসক ও প্রাক্তন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বাদী হয়ে সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজগঞ্জ থানা আমলি আদালতের বিচারক মো. নজরুল ইসলামের আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
সিরাজগঞ্জ জজ আদালতের এপিপি কায়সার আহমেদ লিটন বিষয়টি নিশ্চিত করেন।