
আন্তর্জাতিক ডেস্ক : তিন নারীকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। নিজের মন্ত্রিসভার সব সদস্য পুরুষ রাখায় নাগরিক অধিকার গ্রুপগুলোর সমালোচনার একদিন পর এ নিয়োগ দিলেন রুহানি।
১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর এ পর্যন্ত মাত্র একজন নারী মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন। পার্লামেন্টের অনুমোদন দেওয়া মন্ত্রিসভায় সুন্নিদের সংখ্যাও একেবারে নগন্য।
বিবিসি জানিয়েছে, তিনজনের মধ্যে মাসুমাহ ইবতেকারকে পরিবার ও নারী বিষয়ক ভাইস প্রেসিডেন্ট, লায়া জয়নেদিকে আইন বিষয়ক এবং শাহিনদখত মওলাভেরদিকে নাগরি অধিকার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এদের মধ্যে মাসুমাহ ও শাহিনদখত প্রেসিডেন্ট রুহানির প্রথম মেয়াদেও ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রেসিডেন্ট রুহানি অবশ্য তার এবারের মন্ত্রিসভায় খুব বেশি পরিবর্তন আনেননি। সংস্কারপন্থিদের ধারণা, ইরানের ধর্মীয় নেতাদের চাপের কারণে সংস্কার থেকে কিছুটা সরে এসেছেন তিনি।