আন্তর্জাতিক ডেস্ক : ইরানে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২০ জন। শুক্রবার সকালে দেশটির সেমনান প্রদেশের শাহরুদ শহরের হাফত খান স্টেশনে এ দুর্ঘটনা ঘটেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল তাদের প্রতিবেদনে বলেছে, ‘স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনকে আরেকটি যাত্রীবাহী ট্রেন দ্রুত গতিতে আঘাত হানলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা পাঁচে পৌঁছেছে। প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছে। তাদেরকে পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’ তবে ট্রেনটিতে কতজন যাত্রী ছিল সে ব্যাপারে প্রতিবেদনে কিছুই বলা হয়নি।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, ট্রেন দুটির চারটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। এগুলোর মধ্যে দুটি আগুনে পুড়ছে।
ট্রেন দুটির মুখোমুখি সংঘর্ষের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে টেলিভিশন চ্যানেলটি।