ইরানে শিরাজের এক সুপারমার্কেটে বিস্ফোরণে ৩৭ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজের এক সুপারমার্কেটে বিস্ফোরণে ৩৭ জন আহত হয়েছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএন’র বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার রাত ১২টা ৪৫ মিনিটে হাইপারমার্কেট সেন্টারে বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের কারো অবস্থা সঙ্কটজনক নয় বলে ফার্স প্রদেশের মেডিকেল ইমার্জেন্সি কেন্দ্রের প্রধান জানিয়েছেন।

আইআরএনএ জানিয়েছে, বিস্ফোরণের আওয়াজ এতোটা শক্তিশালী ছিল যে শিরাজের অধিকাংশ এলাকা থেকে তা শোনা গেছে। বিস্ফোরণে সুপারমার্কেটটির দেয়ালগুলো ভেঙে পড়েছে।

শিরাজের অগ্নিনির্বাপন বিভাগের প্রধানের বরাত দিয়ে বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, বিস্ফোরণের পর মার্কেট ভবনটি খালি করে ফেলা হয়েছে। বিস্ফোরণের কারণ বের করতে তদন্ত শুরু হয়েছে।