ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের নিজস্ব কারাখানা পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক :  ওয়ালটন গ্রুপের হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের  নিজস্ব কারাখানা পরিদর্শন করেছেন গ্রুপের প্লাজা এবং হোম অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের বিক্রয় প্রতিনিধিরা।

বৃহস্পতিবার রাজধানীর অদূরে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন মাইক্রো কর্পোরেশনে হোম অ্যান্ড ইলেকট্রিকাল অ্যাপ্লায়েন্সেসের ‘প্লাজার বিক্রয় ও উন্নতি’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করে প্রতিষ্ঠানটি।

আলোচনা অনুষ্ঠানের পূর্বে প্লাজার ম্যানেজারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ১০টি গ্রুপে হোম অ্যান্ড ইলেকট্রিকাল অ্যাপ্লায়েন্সেসের কারখানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কর্মকর্তারা আলোচনা সভায় যোগ দিয়েছেন।

এই আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর কামাল হোসেন রাইজিংবিডিকে বলেন, আমাদের উদ্দেশ্য ২০১৭ সালের মধ্যে কিভাবে আমাদের হোম অ্যাপ্লায়েন্সেসের পণ্যগুলো গ্রাহক পর্যায়ে পৌঁছানো যায়।

তিনি বলেন, ওয়ালটনের নিজস্ব ও শক্তিশালী মার্কেটিং নেটওয়ার্ক  রয়েছে। আজ আমাদের প্লাজার ম্যানেজার ও সেলস রিপ্রেনজেটিভসহ মাঠ পর্যায়ের প্রায় তিনশ কর্মকর্তা।

গ্রুপের অপর সিনিয়র এডিশনাল ডিরেক্টর মতিউর রহমান রাইজিংবিডিকে বলেন, আজ মূলত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করার উদ্দেশ্যে একত্রিত হয়েছি। লক্ষ্য হচ্ছে মতামতের ভিত্তিকে ভবিষ্যতের কর্মকৌশল ঠিক করা। ২০১৭ সালের মধ্যে এই সেক্টরে শক্তিশালী নেটওয়ার্ক তৈরী করার উদ্দেশ্যেই আমরা কাজ করছি।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাদেশে হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের এক বিশাল বাজার রয়েছে। এই বাজারের পরিধিও দিন দিন বাড়ছে। আগে এই খাতটি ছিল সম্পূর্ণ আমদানি নির্ভর। অথচ দেশেই এখন বিশ্বমানের হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস তৈরি করছে ওয়ালটন। আরো পণ্য উৎপাদনে চলছে ব্যাপক বিনিয়োগ ও প্রস্তুতি।  ইতিমধ্যে চলতি বছরে অনেকখানি সফলতা পাওয়া গেছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এসএম শামসুল আলম।

এছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রেজওয়ানা, নির্বাহী পরিচালক (বিপণন বিভাগ) এমদাদুল হক স্বপনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত রয়েছেন।

ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশনে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানসম্পন্ন হোম ও ইলেকট্রিক্যাল এ্যাপ্লায়েন্সেস। এর মধ্যে রয়েছে এলইডি লাইট, প্যানেল লাইট, গ্যাস স্টোভ, ব্লেন্ডার, ইন্ডাকশন  কুকার, সিলড লেড এসিড রিচার্জেবল ব্যাটারি, সুইচ-সকেট, রিমোট কন্ট্রোল ফ্যান রেগুলেটর, দেয়াল ফ্যান ও সিলিং ফ্যান। নিজস্ব কারখানায় উৎপাদিত এসব প্রযুক্তি পণ্য বাজারজাতকরণ শুরুর অল্প দিনের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।