
লাইফস্টাইল ডেস্ক : ইলেক্ট্রিক শক খেয়ে মরে যাবার দশা হয়েছিল নিকোলাইয়ের। অবাক করা বিষয় হলো, এরপরই তার শরীরে অদ্ভূত রকমের প্রতিক্রিয়া দেখা যায়। আকর্ষণ করতে থাকে ধাতব পদার্থগুলোকে।
এক সাক্ষাৎকারে সে জানিয়েছে, ‘তারের সংস্পর্শে আসা মাত্রই জোর ধাক্কা অনুভব করি। আমি দুর্বল হয়ে পড়ি। কিন্তু তারপরেও ধীরে ধীরে বাড়ি পৌঁছে মাকে বলি কী ঘটেছে।’
১২ বছর বয়সি এই বালক জানায়, ‘পরদিন সকালে যখন ঘুম থেকে উঠি, আমি লক্ষ করি, কিছু কয়েন মাটি থেকে আমার গায়ের দিকে উঠে আসার চেষ্টা করছে নিচের ম্যাট্রেস থেকে। তারপর সকালের নাস্তা করার সময় হাত থেকে চামচ পড়ে গিয়েছিল। কিন্তু অবাক হয়ে দেখলাম সেটা মাটিতে পড়ার বদলে আমার বুকের কাছে আটকে গেছে।’
নিকোলাইয়ের চিকিৎসক জানিয়েছেন, ‘প্রথমে আমরা ভেবেছিলাম, শিশুটির ফ্লু হয়েছে। কিন্তু স্ক্যান করাতেই ধরা পড়ল ভয়ংকর সত্য। এই চুম্বকত্ব আসলে চটচটে চামড়ার কারণে তৈরি হয়। ইলেক্ট্রিক শকের ফলে তার শরীরের চামড়া এমনটা হয়েছে।
নিকোলাই জানায়, ‘সেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর থেকেই আমি এই বিশেষ ক্ষমতা উপলব্ধি করছি। এখন আমি সেই জিনিসগুলো করতে পারি, যেগুলো আগে পারতাম না। তবে এর ওপর আমার নিয়ন্ত্রণ নেই।’
সে জানায়, আমি আগে সুপার পাওয়ারের কথা ভাবতাম। কৌতুকের বই পড়ে ইচ্ছা জাগত। এখন সেটা আমার হয়ে গেছে। আমি ক্লাসে দারুণ জনপ্রিয় হয়েছি, এই চুম্বক শক্তি পেয়ে।