সিরিয়ার মাসইয়াফ অঞ্চল থেকে ইসরাইলি সেনাদের মাধ্যমে কোনো ইরানি উপদেষ্টার অপহরণ বা বন্দি হওয়ার খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে তেহরান।
শুক্রবার দামেস্কে ইরানি দূতাবাসের ওয়েব পেইজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইল গাজায় গত ১১ মাসের নানা ব্যর্থতা ও পরাজয়ের প্রেক্ষাপটে হতাশার এমন পর্যায়ে পৌঁছেছে যে, নিজেকে রক্ষার জন্য শিশুদের হত্যা করা ও মিথ্যা খবর প্রচার করা ছাড়া অন্য কোনো পথ দেখছে না।
বিবৃতিতে সিরিয়ার মাসইয়াফ অঞ্চলে ইসরাইলি অপরাধযজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, মাসইয়াফ অঞ্চলে ইসরাইলি অপরাধী তৎপরতায় ইরানের কোনো উপদেষ্টার কোনো ক্ষতি হয়নি এবং দুই ইরানি সামরিক উপদেষ্টার বন্দি হওয়ার দাবি ডাহা মিথ্যা। কেবল ইসরাইলের মুখপাত্র হিসেবে তৎপর এমন কিছু অখ্যাত বা পরিচয়হীন সংবাদমাধ্যম এ মিথ্যা সংবাদ প্রচার করেছে।
এর আগে বৃহস্পতিবার ইসরাইলি সংবাদমাধ্যমগুলো দাবি করে যে, সিরিয়ার হামা প্রদেশের মাসইয়াফ অঞ্চলে ইসরাইলি সেনাবাহিনী দু’জন ইরানি উপদেষ্টাকে বন্দি করেছে। সূত্র: ইরনা