
জ্যেষ্ঠ প্রতিবেদক : ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন ও মুসলমানদের প্রথম কাবা বায়তুল মোকাদ্দাস অবরোধ করে রাখায় ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী দলগুলো।
শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুমার নামাজ শেষে ইসলামী আন্দোলন, ঐক্য আন্দোলন, ইসলামী ছাত্রসেনা, জমিয়তে ওলামায়ে ইসলাম, আনজুমানে তালামিযে ইসলামসহ বিভিন্ন ইসলামী দলের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। এসময় তারা ইসরাইলি পতাকায় অগ্নিসংযোগ করে ঘৃণা প্রকাশ ও প্রতিবাদ জানান।
ইসলামী আন্দোলন : ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বায়তুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণের সেক্রেটারি মাওলানা এবিএম জাকারিয়া, শ্রমিক নেতা মুফতি মোস্তফা কামাল, উত্তরের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, ডা. শহিদুল ইসলাম, মাওলানা এইচ এম সাইফুল ইসলাম।
দলের মহাসচিব ইউনুছ আহমদ বলেন, ‘মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল-আকসা মসজিদে নামাজ আদায়ে বাধা প্রদান করে মুসলমানদের উপর বর্বরোচিতভাবে হামলা চালিয়ে হত্যা ও আহত করে বিশ্ব সন্ত্রাসী ইসরাইলি সরকার বিশ্বব্যাপী ঘৃণিত হয়ে আছে। বিশ্ব অশান্তি সৃষ্টিকারী এই ইসরাইলের বিষদাঁত ভেঙে দিতে হবে।’
তিনি বলেন, ‘অবৈধ দখলদার ইসরাইলিরা পবিত্র আল-আকসা মসজিদে মুসলমানদের নামাজে বাধা দিয়ে জাতিসংঘ কর্তৃক ঘোষিত মানবাধিকার সনদ চরমভাবে লংঘন করেছে।’ তিনি দেশটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য বিশ্ব মুসলিমদের প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশরাফুল আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা আতাউর রহমান আরেফী, নগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন, উত্তর সহ-সভাপতি আলহাজ হারুনুর রশিদ, আলহাজ আব্দুল আউয়াল, অধ্যাপক ফজলুল হক মৃধা, মাওলানা মাসউদুর রহমান, নুরুজ্জামান সরকার, মাওলানা আব্দুল কাদের।
ইসলামী ঐক্য আন্দোলন : মুসলমানদের হত্যা ও বায়তুল মোকাদ্দাস অবরোধ করে রাখার প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে বায়তুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজ শেষে বিক্ষোভ করে ইসলামী ঐক্য আন্দোলন।
দলের ঢাকা মহানগর শাখা আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দলটির আমির ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী।
তিনি বলেন, ‘মুসলমানদের প্রথম কাবা ঘর বায়তুল মোকাদ্দাস অবরোধ করে ইসরাইল মুসলমানদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। তাদের বর্বর সেনাবাহিনী প্রতিনিয়ত নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ ডাক দিতে হবে।
তিনি ইসরাইলি বর্বরতার প্রতিবাদ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
ঢাকা মহানগর আমির মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলের জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, সাংগঠনিক সম্পাদক ডা সাখাওয়াত হুসাইন, অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, মাওলানা আবুবকর সিদ্দিক, অ্যাডভোকেট মওলানা ওমর ফারুক, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার প্রধান সম্পাদক মুহাম্মদ আবদুর রহমান।
ইসলামী দলগুলোর বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে বায়তুল মোকাররম, পল্টন মোড় ও দৈনিক বাংলাসহ আশেপাশে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত রাখা হয় জলকামান। পুলিশি পাহারায় ইসলামী দলগুলোর নেতাকর্মীরা শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।