‘ইসলাম কখনো নিরীহ মানুষ হত্যায় বিশ্বাস করে না, ইসলাম শান্তির ধর্ম’

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ইসলাম কখনো নিরীহ মানুষ হত্যায় বিশ্বাস করে না। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনো জঙ্গিবাদ ও সন্ত্রাসের স্থান দেয় না। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তারা আসলে ইসলাম ধর্মেরই ক্ষতি করছে।’

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওলামা মাশায়েখ মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ। আমাদের এখানে প্রায় ৯০ ভাগ মুসলমান। আমাদের এখানে অন্য ধর্মের মানুষও বসবাস করে। আমরা ইসলামের প্রকৃত শিক্ষার মধ্য দিয়েই সকলের সাথে বন্ধুত্ব এবং সকল ধর্মের মানুষের ধর্ম পালনে স্বাধীনতার পরিবেশ বজায় রাখতে সক্ষম হয়েছি। এই শিক্ষা আমরা আমাদের পবিত্র কোরআন শরিফ থেকে পেয়েছি।’

ওলামা মাশায়েখদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা যারা বিভিন্ন মসজিদের ইমাম, ওলামা- মাশায়েখরা এসেছেন, তাদের কাছে আমার এটাই আবেদন থাকবে- আপনারা স্ব স্ব এলাকায় আমাদের পবিত্র ইসলাম ধর্মের যে মূলবাণী তা জনগণের কাছে পৌঁছে দেবেন। তাদেরকে এই শিক্ষা দেবেন- অহেতুক জঙ্গি ও সন্ত্রাসবাদের সাথে সম্পৃক্ত হয়ে পবিত্র ইসলাম ধর্মের যেন তারা আর ক্ষতি না করে। ইসলাম ধর্মের মূল বাণীটা তাদের কাছে পৌঁছে দিতে হবে।’

কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সম্পর্কে অনেক সময় অপপ্রচার করা হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নাকি ইসলাম থাকবে না। একসময় এ ধরনের প্রচার করেছে। বিশেষ করে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট যখন আমার পিতাকে নির্মমভাবে হত্যা করে, তার পর থেকে এই দেশে আমরা দেখেছি, ধর্ম নিয়ে ব্যবসা হয়েছে। কিন্তু পবিত্র ধর্মের প্রচার-প্রসারে কোনো কাজ হয়নি। জাতির পিতা দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে মদ জুয়া হাউজি খেলা বন্ধ করেছিলেন। আর ৭৫ এর পর যারা ক্ষমতায় এসেছিল, তারা সেই মদের লাইসেন্স দেয়।’

জাতির পিতা সৌদি আরবের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন, উল্লেখ করে তিনি বলেন, ‘ এর ফলে সৌদি আরব মুসলমানদের হজে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। হজে পাঠানোর জন্য জাতির পিতা হিযবুত বাহার নামে একটি জাহাজও ক্রয় করেছিলেন। অল্প খরচে সেই জাহাজে করে সেই সময় হজে পাঠানো হতো। কিন্তু জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করার পর যারা ক্ষমতায় এসেছিল, তারা সেই জাহাজটিকে প্রমোদতরী হিসেবে ব্যবহার করে। মুখে ইসলামের নাম, আর কাজে ইসলামবিরোধী। জঙ্গি ও সন্ত্রাসবাদের উত্থান ঘটায় তারা। এটাই হয়েছে আমাদের জন্য দুর্ভাগ্য।’

সৌদি বাদশার জঙ্গি ও সন্ত্রাসবিরোধী ভূমিকার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গি দমনের জন্য বাংলাদেশ সবসময় তার পাশে থাকবে এবং এক হয়ে কাজ করব। যেন আমাদের পবিত্র ধর্মের সম্মান কেউ ক্ষুণ্ন করতে না পারে। আজকে কোনো একটা মহল থেকে আমাদের পবিত্র ধর্মকে কলুষিত করবার জন্যই চক্রান্ত চলছে। এই যে সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং যুদ্ধ লেগে থাকে, তাতে লাভবান হয় কারা? যারা অস্ত্র তৈরি করে, অস্ত্র বিক্রি করে তারা লাভবান হয়। কিন্তু এই লাভটা কার বিনিময়ে? মুসলমান মুসলমানদের রক্ত নিচ্ছে, মুসলমান মুসলমানকে হত্যা করছে। মুসলমানদের রক্তের বিনিময়ে আজকে অন্যরা লাভবান হয়ে যাচ্ছে।’