
জ্যেষ্ঠ প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনের অধীনে থেকে প্রতিটি বিভাগে দায়িত্ব পালনের জন্য পৃথক আটজন নির্বাচন কমিশন নিয়োগ চান বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপের পর সেখান থেকে বেরিয়ে এ কথা জানান তিনি।
আগামী ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে এ দিন বিজেপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন রাষ্ট্রপতি।
আন্দালিব রহমান পার্থ জানান, নির্বাচন কমিশন পুনর্গঠনে প্রধান নির্বাচন কমিশনারের কাজের সুবিধার জন্য আট বিভাগের দায়িত্বে আটজন কমিশনার রাখার প্রস্তাব দিয়েছেন তিনি।
পার্থ মনে করেন, একজন প্রধান নির্বাচন কমিশনারসহ আটটি বিভাগের দায়িত্বে আটজন নির্বাচন কমিশনারকে নিয়োগ দিলে জবাবদিহিতার জায়গাটি আরও স্পষ্ট হবে। সার্চ কমিটি ও নির্বাচন কমিশনে গঠনে ব্যবসায়িক নেতাকে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এছাড়াও নির্বাচনের সময় ভোটকেন্দ্রের ভেতরে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন এবং সেগুলো পর্যবেক্ষণ করার জন্য একটি সেল গঠন করারও প্রস্তাব দিয়েছেন বলে জানান পার্থ।
এর আগে বিকেল ৪টায় আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে প্রবেশ করে।
নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর পরামর্শ নিতে গত ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে আলোচনার মাধ্যমে সংলাপপর্ব শুরু করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
পর্যায়ক্রমে জাতীয় পার্টি, এলডিপি, কৃষক-শ্রমিক-জনতা লীগ, জাসদ (ইনু), ওয়ার্কার্স পার্টি, বিএনএফ, ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টি (জেপি), তরীকত ফেডারেশন ও বিজেপির সঙ্গে আলোচনা করেছেন রাষ্ট্রপতি। এরপর সিপিবি, ন্যাপ, সাম্যবাদী দল, বিকল্প ধারা ও জেএসডির সঙ্গে সংলাপ করবেন তিনি।
এছাড়া আগামী ৮ জানুয়ারি গণতন্ত্রী পার্টি ও গণফোরাম, ৯ জানুয়ারি বাসদ, জাসদ (আম্বিয়া) ও ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা করবেন রাষ্ট্রপতি। ১১ জানুয়ারি ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আলোচনার পর এই সংলাপপ্রক্রিয়া শেষ হতে পারে।