ইসি চলমান সংলাপকে তামাশায় পরিণত করেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক : সুশীল সমাজের পরামর্শ আমলে না নিলে তাদের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) কি কারণে সংলাপ করল-সেই প্রশ্ন তুলে প্রক্রিয়াটিকে ‘তামাশা’ হিসেবে অভিহিত করেছে বিএনপি।

সংলাপ প্রক্রিয়া বন্ধ করে জনগণের আস্থা আনতে ‘হারানো ভোটাধিকার’ ফিরিয়ে দিতে কাজ করতে ইসির প্রতি আহ্বানও জানিয়েছে দলটি।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এ কথা বলেন।

স্বেচ্ছাসেবক দলের প্রাক্তন দপ্তর সম্পাদক মুন্সি জামাল উদ্দিন আহম্মেদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) চলমান সংলাপকে তামাশায় পরিণত করেছে। সংলাপের নামে যা করছেন তা মানুষ তামাশা বলেই ধরে নিয়েছে। এসব বন্ধ করুন, মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করুন। তবে আপনাদের ওপর জনগণের আস্থা ফিরবে।’

‘সংলাপে অংশ নিয়ে সুশীল সমাজের প্রায় ৯০ ভাগই যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে সিইসি বললেন, তারা যে সুপারিশ করেছেন, তা শাসনতন্ত্র ও প্রচলিত আইনে বলা আছে। যদি বলাই থাকে, তাহলে আপনি সংলাপের নামে তামাশা করছেন কেন? এই নাটক না করলেই পারতেন।”

নির্বাচন নিয়ে সুশীল সমাজের মতামত আমলে না নিলে তাদের সঙ্গে ইসির বৈঠকের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা।

‘তবে কি ৯০ ভাগ বুদ্ধিজীবীদের সুপারিশ অগ্রাহ্য করার জন্য, তাদেরকে অপমান করার জন্য আপনি তাদের সংলাপে ডেকেছিলেন? যদি প্রচলিত আইনেই নির্বাচন হয়, তাহলে নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ হবে না। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার কোনো অঙ্গীকারও আপনার নেই।”

সিইসির উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘ভোটাধিকার যেভাবে কেড়ে নেওয়া হয়েছে, জেলায় জেলায় যেভাবে তুফানদের সৃষ্টি করা হয়েছে, সে অবস্থা থেকে দেশকে পরিত্রাণ দেবে কে? সেখান থেকে দেশবাসীকে পরিত্রাণ দেওয়ার জন্য আপনি আশার বাণী শুনাবেন। সেটি না করে শাসনতন্ত্র ও প্রচলিত আইনের কথা বলছেন।’

‘প্রচলিত আইন তো প্রধানমন্ত্রীর ইচ্ছেমত পরিবর্তন করেছেন, একদলীয় বাকশালী সংসদ দিয়ে। শাসনতন্ত্রের ক্ষমতা যেহেতু প্রধানমন্ত্রীর হাতে, তাহলে আপনি (প্রধান নির্বাচন কমিশনার) কি বাকশালকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র করছেন?”, বলেন রিজভী।

বিএনপির নেতা-কর্মীদের হত্যা-গুম করা হচ্ছে অভিযোগ করেন দলটির এই জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব বলেন, ‘এই ব্যবস্থা জারি রাখা হয়েছে শুধু এক ব্যক্তির শাসন ব্যবস্থা প্রলম্বিত করার জন্য।’

তিনি বলেন, ‘আগস্ট মাসে ভয়াবহ একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। এটা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন পালন করবে। তার মানে এই নয় যে, অন্য কেউ কোনো কর্মসূচি পালন করতে পারবে না। এটা হচ্ছে বাকশালী মনোবৃত্তি।’

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।