নিজস্ব প্রতিবেদক : জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগে আটক বেসরকারি ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদুর রহমানের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুনানি শেষে বুধবার ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার এসআই মিজানুর রহমান সন্ত্রাস দমন আইনে করা মামলায় আসামি তাহমিদুর রহমানের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাহমিদুরকে আটক করে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।
ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল মুত্তাকিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহমিদুরের জঙ্গি-সংশ্লিষ্টতার কিছু আলামত পাওয়া গেছে।