ইয়াঙ্গুনে মার্শাল ‘ল’, গ্রামে জোরদার আন্দোলন

আন্তর্জাতিক ডেস্কঃ সেনা শাসনের তীব্রতা আরো বৃদ্ধি করেছে মিয়ানমারের জান্তা সরকার। মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে মার্শাল’ল’ জারির পর শহরের বিভিন্ন এলাকায় অবরোধ আরোপ করে সেনা সরকার। একেই সাথে এসকল এলাকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে বিভোক্ষের খবর প্রচারও দিয়েছে নিষেধাজ্ঞা। রাজধানী ইয়াঙ্গুনের পর এবার মিয়ানমারের গ্রাম-অঞ্চলগুলোতে বাড়ছে সেনা সরকার বিরোধী আন্দোলন।

আন্দোলনের শুরু থেকেই মিয়ানমার পুলিশ তাদের ওপর নির্বাচারে গুলি চালিয়ে আসছে। প্রতিদিনই পুলিশের গুলিতে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ছেন কোনো না কোনো গণতন্ত্র চাওয়া আন্দোলনকারী।

একের পর এক আন্দোলনকারীর ওপর হামলা চালিয়ে আসছে মিয়ানমার পুলিশ। বুধবার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এ ভিডিওতে দেখা যায় গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া জান্তাবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন দুই শতাধিক। তারপরও আন্দোলনকারীদের বিক্ষোভ অব্যাহত আছে।

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলি চালানোর এক মর্মস্পর্শী দৃশ্য বুধবার প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে জান্তাবিরোধী বিক্ষোভে সহিংসতার জেরে সেনাবাহিনীর নির্যাতনের হাত থেকে বাঁচতে ইয়াঙ্গুন ছেড়ে পালাচ্ছেন সাধারণ মানুষ। একদল মানুষ শহর ছাড়লেও অনেকেই জান্তাবিরোধী বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তবে বরাবরের মতো আন্দোলনে বাড়ছে সামরিক বাহিনীর গুলি এবং নির্যাতন। এতে প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা।

এ অবস্থায় গুলি চালিয়ে মানুষ হত্যা বন্ধে সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার সংস্থার মানবাধিকারবিষয়ক কমিশনের মুখপাত্র বলেছেন মিয়ানমারের কর্মকাণ্ড কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না।