আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের উপকূলীয় তিনটি রাডার স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে হুতিদের প্রথম দফা হামলার চারদিনের মাথায ‘প্রতিশোধ ’ নিতে বৃহস্পতিবার এ হামলা চালানো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ হামলার অনুমোদন দিয়েছেন। মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস নিৎস থেকে তোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়। স্থানীয় সময় ভোর ৪টায় এ হামলা করা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক সেনা কর্মকর্তা বলেছেন। এই প্রথম যুক্তরাষ্ট্র সরাসরি ইয়েমেনে হুতিদের ওপর হামলা চালালো।
মার্কিন সেনাবাহিনী বলেছে, হামলায় রাডার স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে । মার্কিন রণতরীতে হামলার সময় এ সব রাডার কেন্দ্রগুলো সক্রিয় ছিল ।
যুক্তরাষ্ট্রের দূরপাল্লার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রবাহী রণতরী ইউএসএস ম্যাসন গতকাল দ্বিতীয় বারের মতো ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছিল। পেন্টাগন বলেছে, লোহিত সাগরের ইয়েমেনি উপকূলে উভচর রণতরী ইউএসএস পোনস ও ইউএসএস ম্যাসনের ওপর প্রথম দফা হামলা করা হয়েছিল রোববার। প্রথম দফার হামলাটি ভুলে হয়েছে স্বীকার করলেও হুতি বিদ্রোহী গোষ্ঠী বৃহস্পতিবার জানিয়েছে, বুধবার ইউএসএস ম্যাসনের ওপর তারা কোনো হামলা চালায়নি।