
আন্তর্জাতিক ডেস্ক : ফাঁস হওয়া কিছু ই-মেইলে দেখা গেছে, ইয়েমেন যুদ্ধ থেকে বেরিয়ে যেতে চায় সৌদি আরব।
যুক্তরাষ্ট্রের দুজন প্রাক্তন কর্মকর্তার সঙ্গে আলোচনার সময় এ ইচ্ছা প্রকাশ করেছিলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এ সোমবার প্রকাশিত ফাঁস হওয়া ই-মেইলগুলোতে বিষয়টি উঠে এসেছে। ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রদূত মার্টিন ইনডিক ও প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্টিভেন হ্যাডলির সঙ্গে মধ্যপ্রাচ্য ইস্যুতে আলোচনার সময় ইয়েমেন যুদ্ধের সমাপ্তির ইচ্ছা প্রকাশ করেছিলেন বিন সালমান। কাতারের সঙ্গে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের সম্পর্ক ছিন্নের কমপক্ষে এক মাস আগে এ বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছিল।
তবে ওই আলোচনায় সৌদি বাদশাহির উত্তরাধিকারী প্রিন্স বিন সালমান বলেছিলেন, তাদের চিরবৈরী ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গেই থাকবে সৌদি আরব। ইরানকে সহযোগিতার অভিযোগে কাতারের সঙ্গে পরে সম্পর্ক ভেস্তে দেয় তারা।
সৌদি প্রিন্স ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলোচনার বিষয়বস্ত ফাঁস হয় ইনডিক ও ইউসুফ আল-ওতাইবার মধ্যে ই-মেইল চালাচালির ফলে। আল-ওতাইবা যুক্তরাষ্ট্রে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত। বিন সালমানের ইচ্ছার বিষয়টি নিয়ে ইনডিক ও আল-ওতাইবার মধ্যে ই-মেইলে যোগাযোগ হয়। সেই ই-মেইলগুলো গ্লোবাললিকস গ্রুপের হাতে আসে এবং মিডল ইস্ট আই তা প্রকাশ করেছে।
ইয়েমেনে শিয়াপন্থি হুতি বিদ্রোহী ও সুন্নিপন্থি সরকারের মধ্যে গৃহযুদ্ধ চলছে। এই যুদ্ধে দেশটির সুন্নি প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানুসর হাদির সরকারের পক্ষ নেয় সৌদি আরব। তার পক্ষে এবং হুতিদের বিরুদ্ধে ২০১৫ সালে ইয়েমেন যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে সৌদি আরব ও তাদের নেতৃত্বাধীন সুন্নি দেশগুলোর সামরিক জোট। সৌদি আরবের বিমান হামলায় বহু বেসামরিক লোক নিহতের ঘটনা ঘটছে।
ইয়েমেনে যুদ্ধ ছড়িয়ে পড়ার থেকে এ পর্যন্ত ১০ হাজার মানুষ নিহত হয়েছে এবং কয়েক লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে। যুদ্ধের কারণে কিছু অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। দেশটির প্রায় ৫ লাখ মানুষ কলেরায় ভুগছে।