চাঁদপুর প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ঈদকে ঘিরে লঞ্চগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া যায়নি।
শনিবার দুপুরে চাঁদপুরের হরিনা ফেরিঘাট পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, ঈদকে ঘিরে লঞ্চগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া যায়নি। এ ছাড়া লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ পুরোপুরি সঠিক নয়। কারণ, লঞ্চে অন্য সময় যাত্রীদের পাশাপাশি প্রচুর পণ্য বহন করা হয়। ঈদের সময় ছাদে বা লঞ্চের ভেতরে অতিরিক্ত যাত্রী দেখা গেলেও তা অতিরিক্ত নয়।
মন্ত্রী আরো বলেন, গত ৯ মাসে কোনো নৌ-দুর্ঘটনা হয়নি। আর কটি মাস পার করতে পারলে আমরা ২০১৬ সালকে নৌ-দুর্ঘটনামুক্ত একটি বছর হিসেবে ঘোষণা করতে পারবো।
এ সময় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ভোলানাথ দে, চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী উপস্থিত ছিলেন।