
সচিবালয় প্রতিবেদক : আসন্ন ঈদুল আজহার ছুটি নিয়ে এজেন্ডা না থাকায় মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়নি।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) এম এন জিয়াউল আলম এ কথা জানান।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
নির্বাহী আদেশে ঈদের ছুটি বাড়ানো নিয়ে মন্ত্রিপরিষদের সভায় কোনো আলোচনা হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে সচিব জিয়াউল আলম বলেন, ঈদের ছুটির বিষয়টি সভার এজেন্ডায় ছিল না। ফলে সরকারি ছুটি বাড়ানো-কমানোর নির্বাহী আদেশ নিয়ে সভায় কোনো আলোচনা হয়নি।