
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : প্রবল বর্ষণে কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পেয়ে দীর্ঘ একমাস ধরে ডুবে রয়েছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু। পাহাড়, নদী, লেকও যেন আকর্ষণহারা । ফলে ঈদ মৌসুমেও পর্যটকশূন্য রাঙ্গামাটি ।
রাঙ্গামাটি পর্যটন মোটেলের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা জানান, পর্যটন মৌসুম ছাড়াও প্রতি ঈদে রাঙ্গামাটিতে প্রচুর পর্যটকের সমাগম হয়। কিন্তু চলতি ঈদে পর্যটকদের আনাগোনা নেই এই প্রকৃতির শহরে । কাপ্তাই লেকে উপচে পড়া জলরাশি, ঝুলন্ত সেতু ডুবে যাওয়া এবং সাম্প্রতিক পাহাড় ধসের প্রভাব এর মূল কারণ।
রাঙ্গামাটি রিজার্ভ বাজারের হোটেল ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, ‘পর্যটন মৌসুম ছাড়াও প্রতিটি ঈদ ও বিভিন্ন বন্ধের সময় আমরা পর্যটকের আশায় থাকি। কিন্তু প্রতিকূল পরিস্থিতির কারণে এবারের কোরবানির ঈদে কোন পর্যটক আসেনি রাঙ্গামাটিতে। যারা আসছেন তারা আশেপাশের । এরা একেবারেই ক্ষণিকের। ফলে রাঙ্গামাটির হোটেলগুলো এখন অতিথিশূন্য। রেস্তোরাগুলোতেও নেই বেচা-বিক্রি ।’