পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত সদস্য নিহত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় তিন ডাকাত সদস্যকে আটক করা হয়।
র্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার এএসপি বীনা রানী দাশ বলেন, জয়নগর এলাকার বাদশা রাইচ মিলে ১০-১৫ জন ডাকাত চাল লুট করছিল।খবর পেয়ে রাত ৩টার দিকে সেখানে অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি করে। এক পর্যায়ে এলাকাবাসীর সহায়তায় দুই ডাকাতের লাশ উদ্ধার ও গুলিবিদ্ধ তিন ডাকাত সদস্যকে আটক করা হয়।