উইকেটের পেছনের দায়িত্ব পালন করছেন সোহান

ক্রীড়া প্রতিবেদক, কলম্বো থেকে: শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা লঙ্কানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন।

আজ উইকেটের পেছনের দায়িত্ব পালন করছেন কাজী নুরুল হাসান সোহান। মুশফিকুর রহিম দলের সঙ্গে সকাল থেকে অনুশীলনে থাকলেও ফিল্ডিংয়ে নামেননি। প্রস্তুতি ম্যাচ হওয়ায় পরবর্তীতে ফিল্ডিংয়ে নামতেও পারেন মুশফিক। ফিল্ডিং না করলেও ব্যাটিংয়ে নিজেকে ঝালিয়ে নিতে পারবেন টেস্ট দলপতি।

টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে টেস্টে কিপিং গ্লাভস তুলে রেখেছিলেন মুশফিক। গল টেস্টে লিটন কুমার দাস কিপিং করেন। তবে কলম্বো টেস্টে তার পাঁজরের চোটে মুশফিককে আবারও কিপিংয়ে ফিরতে হয়।

ওয়ানডেতে ‘মুশি’ কিপিং করবেন কি না, তা নিয়ে আছে জল্পন-কল্পনা। তবে আগের দিন কিপিং অনুশীলন না করায় বোঝা যাচ্ছিল ওয়ানডেতেও হয়তো উইকেটের পেছনে দেখা যাবে না মুশফিককে!