উকিল নোটিশ পাঠিয়ে কোনো লাভ হবে না

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘উকিল নোটিশ পাঠিয়ে কোনো লাভ হবে না। শাস্তির জন্য প্রস্তুত থাকুন। দুর্নীতির মামলার জন্য প্রস্তুত থাকুন।’

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার দুর্নীতির অর্থ ফেরত আনাসহ শাস্তির দাবিতে বঙ্গবন্ধু সংস্কৃতি জোটের আয়োজনে এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির নেতা নাকি উকিল নোটিশ পাঠিয়েছে। তারা কোথায় উকিল নোটিশ পাঠিয়েছে? মির্জা ফখরুল শুধু সংবাদ সম্মেলন করে উকিশ নোটিশটি পড়ে শুনিয়েছেন। এটা কোথায় পাঠিয়েছেন? তারা এই উকিল নোটিশ মনে হয় আকাশের ঠিকানায় পাঠিয়েছে।’

তিনি বলেন, ‘আদালত ক্রমাগতভাবে খালেদা জিয়ার দ্বারা হেনস্থার শিকার হয়েছে। তিনি যে দিনই আদালতে যান সেই দিনই তাদের কর্মীরা বিশৃঙ্খলা করে থাকে। মামলার তারিখের দিন গাড়ি ভাঙচুর করে। তারা আঁচ করতে পেরেছেন খালেদার শাস্তি হতে পারে। তাই খালেদার পেট্রোল বোমা বাহিনীকে নির্দেশ দিয়েছে এসব কার্যক্রম করার জন্য।’

তিনি বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দেশে যদি আর পেট্রোল বোমা মারা হয় তাহলে সমীচীন জবাব দেওয়া হবে। দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হলে কঠোর হস্তে দেশের জনগণকে সঙ্গে নিয়ে দমন করা হবে।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘বিএনপিতে কারা সরকারের সঙ্গে সম্পর্ক রাখছে খালেদা জিয়া তাদের খোঁজার উদ্যোগ নিয়েছেন। এটা ভালো উদ্যোগ। কিন্তু দেখা গেল লোম বাছতে গিয়ে কম্বলই নেই, বিএনপিতে আর নেতাই নেই।’

আগামী ৫ জানুয়ারি আওয়ামী লীগের গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে নেতা-কর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘যারা বিশৃঙ্খলা করবে তাদের গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিতে হবে। ৫ জানুয়ারি ঘিরে আবার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণকে নিয়ে প্রতিহত করতে হবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, অরুণ সরকার রানা, শাহদাত হোসেন টয়েল প্রমুখ।