উখিয়ায় অভিযোগে চার মামলার আসামি নব্য জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি : রোববার ভোরে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের কোটবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম মো. শরফুল আউয়াল (৩০)।

কক্সবাজার র‌্যাব-৭ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে।

কক্সবাজার জেলার উখিয়ায় জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে চার মামলার আসামি নব্য জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

মেজর রুহুল বলেন, জঙ্গি তৎপরতায় জড়িত নব্য জেএমবির সদস্য শরফুল আউয়াল উখিয়ার কোটবাজার এলাকায় অবস্থান করছে খবরে ভোরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। নব্য জেএমবির এ সদস্য গত জানুয়ারি মাসে জামিনে বের হয়ে নতুন করে জঙ্গি তৎপরতা শুরু করে।

তিনি বলেন, জামিনে বের হওয়ার পর শরফুল তথাকথিত জিহাদের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে জঙ্গি তৎপরতা চালাচ্ছিল। তার বিরুদ্ধে আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ থাকারও অভিযোগ রয়েছে। ফেসবুক তথা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সে নতুন জঙ্গি সদস্য সংগ্রহে তৎপরতা চালাচ্ছিল।