
মানিকগঞ্জ রিপোর্টারঃ উচ্চ শিক্ষা ও মর্যাদার দাবিতে সকল জেলাতে আজ আন্দোলন ও মানববন্ধন করে ম্যাটস্ শিক্ষার্থীরা । এসময় তারা মানিকগঞ্জ শহরের রাস্তা অবরোধ করে । তাদের সাথে একাত্র প্রকাশ করে সাধারণ মানুষ; ম্যাটস্ শিক্ষার্থীরা বলে; যদি রাজপথ হাযারো শিক্ষার্থীর রক্তে রঞ্জিত হয় তবুও যেন অধিকার বাস্তবায়ন করে ঘরে ফিরতে পারি। সব রাস্তা বন্ধ থাকবে। যে পর্যন্ত দাবি না মানা হবে সে পর্যন্ত রাজপথ বন্ধ করে রাখা হবে। আর কোনো আশ্বাসে কাজ হবে না। তারা ম্যাটস্ শিক্ষার্থীদের দাবি মেনে তা দ্রুত বাস্তবায়ন করতে দাবি জানান । দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না বলে জানান তারা ।
তাদের দাবি সমূহগুলোঃ
১। বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্সিকী পরিকল্পনা অনুযায়ী ম্যাটস্ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করা ।
২। মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গ্রহণ করা ।
৩। কর্মসংস্থান নিশ্চিত করতে করা ।
৪। ইন্টার্নশিপ ভাতা নিশ্চিত করা