উত্তরা এলাকা থেকে ইন্টারনেটে পর্নোগ্রাফি ব্যবসার হোতা ফুয়াদ বিন সুলতানকে আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা এলাকা থেকে ইন্টারনেটে পর্নোগ্রাফি ব্যবসার হোতা ফুয়াদ বিন সুলতানকে আটক করেছে র‌্যাব।

বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূইয়া।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ পাইরেটেড সিডি, পর্নোগ্রাফি বিস্তারের কাজে ব্যবহৃত ল্যাপটপ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বিকেল ৩টায় কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মলনে বিস্তারিত জানানো হবে বলে জানান মিজানুর রহমান।