
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা থেকে নব্য জেএমবির তামিম-সারোয়ার গ্রুপের ইমপ্রোভাইড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিশেষজ্ঞ মুসফিক মার্টিন জেনিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার দিবাগত রাতে তাকে উত্তরা থেকে গ্রেপ্তার করে র্যাব-১০।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া।
তিনি জানান, মার্টিন আইইডি বিশেষজ্ঞ। সে ঢাকায় আছে এমন তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ আইইডি ও রিমোট কন্ট্রোলিং ডিভাইস উদ্ধার করা হয়।
আজ দুপুরে এ বিষয়ে র্যাব মিডিয়া সেন্টারে বিস্তারিত জানানো হবে বলে জানান মিজানুর রহমান।