উত্তর কোরিয়া আরও উন্নত প্রযুক্তির পারমাণবিক অস্ত্র তৈরি করেছে

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া আরও উন্নত প্রযুক্তির পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। এটিকে তারা নতুন হাইড্রোজেন বোমা হিসেবে উল্লেখ করেছে।

ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতাসম্পন্ন এই হাইড্রোজেন বোমা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রে সংযোজন করা যাবে বলে দাবি উত্তর কোরিয়ার। রোববার সকালে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এর মাধ্যমে দেশটি পারমাণবিক অস্ত্রের দিক দিয়ে তার লক্ষ্যস্থলের কাছাকাছি পৌঁছেছে বলে মনে করা হচ্ছে। তবে তাদের এ বোমা তৈরির বিষয়টি নিরপেক্ষ কোনো সূত্র থেকে নিশ্চিত করা যায়নি।

বিবিসি জানিয়েছে, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা একটি ছবি প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে কিম জং উন এ হাইড্রোজেন বোমা দেখছেন।

আন্তির্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, পরমাণু অস্ত্র সক্ষমতার ক্ষেত্রে উত্তর কোরিয়া অনেক দূর এগিয়েছে। তবে এটি পরিষ্কার নয় যে, দেশটি ক্ষেপণাস্ত্রে সংযোজনে সক্ষম এ ধরনের অস্ত্র তৈরিতে সফল হয়েছে কী না।

জাতিসংঘের নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে পিয়ংইয়ং পরমাণু অস্ত্র তৈরিতে তার কার্যক্রম অব্যাহত রেখেছে। কিম জং উনের ক্ষমতা গ্রহণের পর থেকেই পরমাণু অস্ত্রের দিকে আরও এগিয়ে যায় দেশটি। নিয়মিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালাচ্ছে এবং তা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম বলে দাবি করে আসছে। সম্প্রতি প্রশান্ত মহাসাগরীয় মার্কিন ঘাঁটি গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকিও দেন কিম। এতে কোরীয় অঞ্চলে তীব্র উত্তেজনা দেখা দেয়।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, কিম জং-উন নিউক্লিয়ার উইপন্স ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেন এবং পরমাণু অস্ত্রের বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন।

দেশটির নিউক্লিয়ার ইনস্টিটিউট সম্প্রতি আরো উন্নত অস্ত্র তৈরিতে সফল হয়েছে উল্লেখ করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরো জানিয়েছে, কিম জং-উন নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে (আইসিবিএম) সংযোজনে সক্ষম হাইড্রোজেন বোমা পরিদর্শন করেছেন। বার্তা সস্থাটি কিমের এই পরিদর্শনের ছবি প্রকাশ করে বলেছে, এ অস্ত্র উচ্চমানের হাইড্রোজেন বোমা এবং ব্যাপক বিধ্বংসী ক্ষমতাসম্পন্ন।

তবে যুক্তরাষ্ট্রের ক্যালিয়োর্নিয়ার মিডলবুরি ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রতিরক্ষা বিশেষজ্ঞ মেলিসা হানহ্যাম বলেন যে, উত্তর কোরিয়ার এ দাবির বিষয়টি তাদের সরবরাহ করা ছবি থেকে নিশ্চিত করা যায় না।

টুইটারে তিনি বলেন, ‘আমরা জানিনা এটি আসল নাকি কোনো ডামি। তবে এটি দেখে মনে হচ্ছে এতে দুটি ডিভাইস রয়েছে। হাইড্রোজেন বোমা দুটি পর্যায়ে বিস্ফোরিত হয়। তিনি আরো বলেন, এর নিচের অংশ দেখে মনে হচ্ছে তারা সম্ভবত ভবিষ্যতে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালাতে যাচ্ছে। তবে এটি সত্যিকারের কি না তা আমরা জানিনা।’