
নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার বংশালে চাঞ্চল্যকর উর্মি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার পুলিশ এ তথ্য জানায়।
ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো মুঠোফোন বার্তায় আরো জানানো হয়, গ্রেপ্তারকৃতের কাছ থেকে ছুরি, ট্যাব, ল্যাপটপ, চুরি করা মোবাইলও উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর গৃহবধূ উর্মিকে গলা কেটে হত্যা করা হয়।