উপনির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

নিজস্ব প্রতিবেদক : সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) এস এম আসাদুজ্জামান জানান, রোববার বিকেলে ইসির যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত চিঠি মহাপুলিশ পরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার ও বিভিপি, র‌্যাব, ডিজিএফআই, এনএসআইয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

আগামী বৃহস্পতিবার দেশের দুটি উপনির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

তিনি বলেন, ওই দিন বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক হবে। এতে গাইবান্ধা-১ ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের উপনির্বাচন নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি গাইবান্ধা-১ ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। এই দুই সংসদীয় আসনে ১৩ মার্চ ভোট হবে। এ দুই আসনের সংসদ সদস্যদের মৃত্যুজনিত কারণে ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া-১ আসন এবং ১৯ ডিসেম্বর গাইবান্ধা-১ আসন শূন্য ঘোষণা করা হয়।