কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে করোনা উপসর্গ নিয়ে শহিদুর রহমান (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।রোববার(১৯ এপ্রিল) রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোড়াই মাষ্টার পাড়া গ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি।নিহত ব্যক্তির জ্বর, সর্দি, কাশি, ও গলাব্যাথা ছিল।
এলাকাবাসী জানায়, এক সপ্তাহ আগে টাঙ্গাইল থেকে বাড়িতে আসেন শহিদুর। এরপর থেকে তিনি জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যাথায় ভুগছিলেন। নিহত ওই ব্যক্তি টাঙ্গাইলের এক প্রবাসীর বাড়িতে কাজ করতেন।সে এলাকায় আসলে স্থানীয়রা তাকে হোম কোয়ারেন্টিনে রাখেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, সপ্তাহ খানেক আগে তিনি টাঙ্গাইল থেকে বাড়িতে আসেন। জ্বর, সর্দি ও কাশি নিয়ে রোববার রাতে তিনি মারা যান।নিহতের স্ত্রী ও ১২ বছরের কন্যাসহ ৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার(২০ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের জানান,নিহতের পরিবারের সদস্যদের হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে।এবং বাহিরের লোকজনকে নিহতের বাড়ীতে যেতে নিষেধ করা হয়েছে।