কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে হত্যার শিকার নিহত মুকুল মিয়ার পরিবারে খাদ্য সামগ্রী ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১,কেজি লবন, ১ কেজি চিনি,১ কেজি ডাল, ২ কেজি আলু, ও লাচ্চা সেমাই দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ আবু জাফর সোহেল রানা।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের যাদু পোদ্দার গ্রামে হত্যার শিকার নিহত মুকুল মিয়ার অসহায় পরিবারে জন্য খাদ্য সামগ্রী নিয়ে তার বাড়ীতে পৌঁছে দিয়েছেন দৈনিক জনতা প্রতিনিধি সাংবাদিক ইউনুস আলীসহ বিএমএসএফ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এসময় নিহতের দুই পুত্র সবুজ ও বিদ্যুত সাংবাদিকদের জানান,অন্যের জায়গায় বসবাস করি,কোনরকম ভাবে দিন চলে আমাদের।পিতা হত্যার মূল পরিকল্পনাকারী ও মামলার প্রধান আসামী শিক্ষক শাহাবুদ্দিকে অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবীতে উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তারা।
নিহত মুকুলের দুই ছেলের মধ্য বিদ্যুত এসএসসি পাশ করেও অর্থাভাবে পড়াশুনা করতে পারছে না।
উল্লেখ্য,উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের যাদুপোদ্দার গ্রামের সাহাব উদ্দিনের পুত্র মিশন মিয়া (২৮) এর সাথে একই এলাকার আনছার আলীর পুত্র মুকুল মিয়ার (৪২) সাথে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গত রবিবার বিকেলে উলিপুর বাজার থেকে মুকুল মিয়া বাড়ি ফেরার পথে সাহাব উদ্দিনের বাড়ির সামনে পৌঁছিলে তার পক্ষের লোকজন মুকুল মিয়ার উপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করে।পরে মুকুলের স্ত্রী ও পরিবারের লোকজন তাকে উদ্ধারের জন্য এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে আহত করে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে ওই দিনই রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মুকুল মিয়া।বর্তমানে নিহতের স্ত্রী গুরুত্বর আহত অবস্থায় রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।মহিলার চিকিৎসার ব্যয় বহনে অর্থসংকটে রয়েছে পরিবারটি।