উলিপুরে হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ১.২৭ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- উলিপুর পৌরসভার সরদারপাড়া এলাকার সুরুজ্জামান মিয়ার পুত্র মোঃ মোজাম্মেল হক মিলন (৩৭), হায়াৎখাঁ সরদারপাড়া এলাকার একরামুল সরদারের পুত্র মোঃ ইমরান সরদার (২৮) ও হায়াৎখাঁ কানিপাড়া এলাকার রেজাউল করিমের পুত্র মোঃ সোহেল রানা (২৮)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উলিপুর পৌরসভার সরদারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমানের নেতৃত্বে এএসআই সোহাগ পারভেজ, আরিফুল ইসলাম, কং হারুন অর রশিদ অভিযান চালিয়ে মাদক কারবারি মোজাম্মেল হক মিলনের নিজ বসতবাড়ি থেকে তেইশ পুড়িয়া(১.২৭) গ্রাম হেরোইনসহ ওই তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
বুধবার(১৫ নভেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।