
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন রাস্তায় উল্টোপথে গাড়ি চালানোর অপরাধে ৫৩৩টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এসব মামলা করে।
রোববার পুলিশ এ তথ্য জানায়।
ডিএমপির গণসংযোগ শাখা থেকে আরও জানানো হয়, শনিবার এ অভিযান পরিচালনা করা হয়। উল্টোদিকে গাড়ি চালালে যেমন যানজটের সৃষ্টি হয়, তেমনি এটি কখনও একজন সুনাগরিকের পরিচয় বহন করে না। একই সঙ্গে উল্টোপথে যানবাহন চলাচল রোধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।