জেলা প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তিনটি পিস্তল, ছয়টি ম্যাগজিন ও ১৩টি গুলিসহ লিটন হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৮ মে) রাতে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে উপজেলার হাটিকুমরুল গোলচত্বরের সিএনজি স্ট্যান্ড এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক লিটন হোসেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজিপুর গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সিএনজি স্ট্যান্ডের কাছে অভিযান চালিয়ে লিটনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ৯ এমএম ও দু’টি ৭.৬২ এমএম পিস্তল, ৬টি ম্যাগজিন এবং ১৩টি গুলি জব্দ করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।