সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আরো অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদেরকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল ৮টায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়ার শ্রীকোলা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উল্লাপাড়ার পূর্বদেলুয়া গ্রামের হেনা শেখের ছেলে ভ্যানচালক সাইফুল ইসলাম (৩৫) ও একই গ্রামের শ্রী পঞ্জ ভৌমিকের ছেলে ভ্যান যাত্রী স্কুলছাত্র আকাশ ভৌমিক (১৫)। আহতদের পরিচয় জানা যায়নি।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বগুড়া থেকে একটি ট্রাক পাবনার দিকে যাচ্ছিলো। ট্রাকটি শ্রীকোলার মোড় এলাকায় পৌঁছলে যাত্রীবাহী একটি ব্যাটারি চালিত অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়। এ ঘটনায় আরো অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে।