আন্তর্জাতিক ডেস্ক : ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক প্রযুক্তির পরীক্ষা বন্ধ করতে উত্তর কোরিয়ার প্রতি আহবান জানিয়েছে চীন।
উত্তর কোরিয়া একসঙ্গে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়ায় আন্তর্জাতিক মহলে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট প্রশমনে চীন এ আহ্বান জানিয়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, এর বিনিময়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের উচিত যৌথ সামরিক মহড়া বন্ধ করা, কারণ এটি উত্তর কোরিয়াকে খেপিয়ে তুলছে।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাপানের জলসীমায় উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছোড়ার পর দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন শুরু করেছে যুক্তরাষ্ট্র।
চীনের বাৎসরিক পার্লামেন্টারি বৈঠকে এক পার্শ্ব আলোচনায় ওয়াং ই বলেন, ‘কোরীয় উপদ্বীপ হলো দুটি গতিশীল ট্রেনের মতো, একে অপরের দিকে ধেয়ে আসছে কিন্তু কেউ কাউকে ছাড় দিচ্ছে না।’ তিনি প্রশ্ন রাখেন, ‘এই দুই পক্ষ সত্যিই কি মুখোমুখি সংঘর্ষের জন্য প্রস্তুত?’
ওয়াং ই বলেন, ‘সমঝোতার ভিত্তিতে সামরিক অভিযান বন্ধ করা হবেই উত্তেজনা প্রশমন ও আবারও আলোচনার দুয়ার খোলার প্রথম পদক্ষেপ।’
জাপান সাগরের বিশেষ অর্থনৈতিক জলসীমায় উত্তর কোরিয়ার ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র পড়ার পর জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এই অঞ্চল হুমকির নতুন পর্যায়ে প্রবেশ করল।’
এর বিরুদ্ধে নিন্দা জানিয়েছে জাতিসংঘও। আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উত্তর কোরিয়াকে এ ধরনের পদক্ষেপ বন্ধ রাখার আহ্বান জানানো হয়। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বৈঠক থেকে উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
এদিকে, চীন জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন তাদের জন্য হুমকি নয়।