উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্ব এখন উদ্বিগ্ন

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্ব এখন উদ্বিগ্ন। একের পর এক পরমাণু ক্ষেণপাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে তারা। দেশটি এ-ও দাবি করছে, তাদের কাছে নাকি হাইড্রোজেন বোমাও আছে!

ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতেই পারে, তাই বলে তা যদি হয় পরমাণু ক্ষেপণাস্ত্র, তাহলে উদ্বেগের মাত্রা চরমে পৌঁছায়। বিশ্বের অনেক দেশের হাতে ক্ষেপণাস্ত্র আছে কিন্তু পরমাণু ক্ষেপণাস্ত্র আছে হাতেগোনা কয়েকটি দেশর কাছে।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার শুরু সেই ১৯৮৪ সাল থেকে। সেই থেকে গত ৩৩ বছরে প্রায় দেড় শতাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এর মধ্যে পরমাণু ক্ষেপণাস্ত্রের সংখ্যা কম নয়।

শর্ট রেঞ্জ (০-১০০০ কিমি), মিডিয়াম রেঞ্জ (১০০০-৩০০০ কিমি), ইন্টারমিডিয়েট রেঞ্জ (৩০০০-৫৫০০ কিমি) ও ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক (৫৫০০+) ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। এ পর্যন্ত তারা ছয়টি পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

উত্তর কোরিয়া প্রথম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় কিম জং-উনের দাদা কিম ইল-সাংয়ের সময়ে, সেই ১৯৮৪ সালে। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রোনাল্ড রিগান। এরপর জর্জ বুশ প্রেসিডেন্ট হওয়ার পরও ইল-সাংয়ের নেতৃত্বে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়।

কিম জং-উনের বাবা কিম জং-ইল উত্তর কোরিয়ার শাসন ক্ষমতার মালিক হওয়ার পর বেশ কিছু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালান। তার সময়ে বিল ক্লিনটন ও বুশ জুনিয়র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।

বাবা-দাদার চেয়ে কিম জং-উন একাই বেশি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছেন। ২০১১ সালে ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছেন তিনি। তার রূপ দেখেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং এখন দেখছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উনের বাবা কিম জং-ইলের ১৫ বছরের শাসনামলে উত্তর কোরিয়া দুটি পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়, যেখানে মাত্র ছয় বছরের শাসনামলে ‍উন করেছেন চারটি। এই চারটির মধ্যে সর্বশেষটিতে হাইড্রোজেন বোমা ছিল বলে দাবি করছেন তিনি।

তথ্যসূত্র : আলজাজিরা, সিএসআইএস, ৩৮ নর্থ।