উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় উত্তেজনা বাড়ে এমন কোনো কাজ পরিহার করে দেখেশুনে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে পড়েছে। এটি মিডিয়াম অথবা ইন্টারমিডিয়েট পাল্লার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।

এর আগে উত্তর কোরিয়া ঘোষণা দিয়ে রেখেছিল, যেকোনো সময় বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর সক্ষমতা রয়েছে তাদের। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এটি উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে তারা চীনের ওপর চাপ বাড়াবে। চীন হলো বিশ্বের একমাত্র পরাশক্তির দেশ, যার সঙ্গে উত্তর কোরিয়ার সব ধরনের সম্পর্ক রয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে চীন যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।

গত বছর জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উত্তর কোরিয়া একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এ নিয়ে উদ্বেগ জানায় দক্ষিণ কোরিয়া। সম্প্রতি দক্ষিণ কোরিয়া সফর করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এর সপ্তাহখানেক পর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্কের বিরোধিতা হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, এটি কোনো বিস্ময় নয়। উত্তরের নেতা মাঝে মাঝে এ ধরনের কাজ করে নজর কাড়তে পছন্দ করেন।

নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর বিভিন্ন দিক থেকে নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে। বিশেষ করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে কোণঠাসা করতে চাইছে তারা।